কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় আমোদ আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আমতলায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেকমত আলীর ছেলে আহাম্মদ আলী (৪৫), রমজান আলীর ছেলে আনিচুর রহমান (৩৫) ও মামুন আলীর ছেলে বাপ্পি (৮)।

আমোদ আলী উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত দুখী মন্ডলের ছেলে।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী পেঁয়াজবোঝায় একটি ট্রাক আমতলায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি রাস্তার এক পাশে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পথচারী আমোদ আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।