কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ লিটন সর্দার (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

লিটন সর্দার বাহিরমাদী সদরঘাট এলাকার মকবুল সর্দারের ছেলে।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ববাহিরমাদী গ্রাম থেকে একটি নাইন এমএম পিস্তুল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ লিটনকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, লিটন সর্দারের নেতৃত্বে তিন অস্ত্র ব্যবসায়ী মোটরসাইকেলে করে অস্ত্র পাচার করছে খবর পেয়ে দৌলতপুর থানার এসআই সাইফুল পুলিশ ফোর্স নিয়ে পূর্ববাহিরমাদী গ্রামে অভিযান চালায়। এসময় আমসত আলীর বাড়ির সামনে মোটরসাইকেল থেকে দুজন লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় অস্ত্র, গুলি, ম্যাগজিনসহ লিটন সর্দারকে আটক করা হয়।এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা মামলা হয়েছে।