
কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা থেকে শুরু করে স্কুলভবনের চারিপাশে হাঁটু পানি জমে রয়েছে।
এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করছে। এক যুগ ধরে বছরের নয় মাস জুড়ে এ অবস্থা চলে আসছে।
হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বর্ষা জানায়, স্কুল চত্বরের পুরো এলাকা পানিতে ডুবে থাকায় প্রতিদিন পিঠে বইয়ের ব্যাগ আর হাতে স্যান্ডেল নিয়ে হাঁটুর উপরে পায়জামা তুলে পানি মাড়িয়ে স্কুলে আসতে হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী সজিব জানায়, পানির মধ্যে সাপসহ পোকামাকড় থাকায় তারা স্কুলে আসতে ভয় হয়। এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের খেলার মাঠ ব্যবহার করা যায় না। শ্রেণিকক্ষের বাইরে তারা বের হওয়া যায় না। তারা এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চায়।
হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতাছিম বিল্লাহ জানান, স্কুলের এ সমস্যা প্রায় এক যুগ হতে চললেও এর পরিত্রাণ মেলেনি। দ্রুত এ সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম জানান, একটি ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এ সমস্যার সমাধান করা যায়। কিন্তু ড্রেন তৈরি করতে যে পরিমাণ অর্থ লাগবে তা স্কুল কর্তৃপক্ষের নেই।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, এটি এক দিনে তৈরি হয়নি, দীর্ঘ দিনের সমস্যা। এ সমস্যা সমাধান করতে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে কাজ শুরু করা হবে।