কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এ বছর শারদীয় দুর্গোৎসবে ২২৭টি পূজামন্ডপ প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৭৩টি, খোকসা উপজেলায় ৫৯টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, মিরপুর উপজেলায় ১৮টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলায় ১৪টি পূজামন্ডপ রয়েছে। প্রতিটি মন্ডপ ঘিরেই এখন উৎসবের আমেজ।
কুষ্টিয়া শহর ও শহরতলীর বিভিন্ন পুজা মন্দির ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে অধিকাংশ মন্ডপে প্রতীমা তৈরিসহ রং ও তুলির কাজ শেষ হয়েছে। দুই একদিনের মধ্যে বাকি মন্দিরে সব কাজ শেষ হবে বলে জানা গেছে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দুর্গা পূজার দুটি দিক রয়েছে। একটি পূজা আর অন্যটি উৎসব। যারা পূজা করে দেবীর নামে উপবাস থেকে অঞ্জলি প্রদান করেন সেটা হচ্ছে। আর উৎসব পালন করে সকল বাঙালী। এখানে কোন জাতি-ভেদ নেই। হিন্দু-মুসলমান সবাই উৎসব পালন করে।
এদিকে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে জঙ্গী নাশকতা রোধে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিচিম জানান, প্রতিটি পুজা মন্দিরে র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হবে।