ফরিদপুর প্রতিনিধি : কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় গত ২৮ আগস্ট ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের ধাক্কায় শিশু আকিফা হত্যার ঘটনায় বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করেছেন র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন ঝিলটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। শিশু আকিফা নিহতের ঘটনায় কুষ্টিয়া সদর থানায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি হলেন বাসমালিক মো. জয়নাল আবেদীন। তাকে আটকের পর কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত ২৮ আগস্ট বেলা ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় আট মাসের কন্যাশিশু আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রিনা খাতুন। থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে পড়ে আকিফা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট ভোরে মারা যায় সে। এর পর ওই শিশুর পিতা মো. হারুন অর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন (কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪১, তাং-৩০-০৮-২০১৮, ধারা-২৭৯/৩৩৮-ক/৩০৪-খ দণ্ডবিধি)।


