
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ এক জনপ্রতিনিধিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মামুন অর রশিদ। তিনি কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য।
বুধবার ভোরে সদর উপজেলার ভাদালিয়া পাড়ার জনৈক আনোয়ারের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।