কুষ্টিয়ায় বাস উল্টে দুইজন নিহত ও ২৫ জন আহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস উল্টে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আব্দুল মজিদ খলিফা (৬০) ও ওমেদ আলী (৫৫)। হতাহতদের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রেজাউল জানান, কুড়িগ্রাম থেকে পিরোজপুরের একটি মাজারে যাওয়ার পথে বাসটি সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ২৬ জন হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়।