কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় বাস উল্টে সাইদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়ায় এ ঘটনা ঘটে।
সাইদুর রহমান মাগুরা জেলার বাসিন্দা। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, সকালে খুলনা থেকে কুষ্টিয়াগামী সোহেলী পরিবহনের একটি বাস বৃত্তিপাড়া বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসচাপায় সাইদুর রহমান নামে এক যুবক নিহত হন ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।