
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম (৩০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। আহতদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী কুষ্টিয়া এক্সপ্রেস নামে একটি বাস শৈলকুপা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সায়েম নিহত হন। এতে আহত হয়েছেন আরো ১০জন।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এখানে ভর্তি ছয়জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরের শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের রহমান আলী (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতীয়া গ্রামের হাওয়া খাতুন (৬০), রাজবাড়ী পাংশা সেনগ্রামের হেলাল মণ্ডল হেলপার (৩৫), সদর উপজেলার বেলঘড়িয়ার মমতাজ খাতুন (৪৫), মিরপুর উপজেলার বহলবাড়ীয়ার ইউসুফ আলী (৪০)।