
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশ কন্টোল রুম থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতদের মধ্যে দৌলতপুরে ১১ জন, কুমারখালীতে পাঁচজন, মিরপুরে চারজন, কুষ্টিয়া সদরে তিনজন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচজন, ভেড়ামারায় ছয়জন ও খোকসার একজন রয়েছেন।