
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চারটি ককটেলসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে গত ৩১ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে সদর, ভেড়ামারা, মিরপুর, খোকসা, কুমারখালী ও দৌলতপুর উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ককটেল উদ্ধার করা হয়।