কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে জিহাদ (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র।

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদের কৈপালে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র।

স্থানীয়রা জানায়, স্কুল ছাত্র হাসিবুল ও জিহাদ বাইসাইকেলে চড়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। হোসেনাবাদের কৈপালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন এবং জিহাদকে কুষ্টিয়া হাসপাতালে স্থানান্তর করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, বাসের সঙ্গে ধাক্কা খেয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুইজনের বাড়ি তারাগুনিয়া ফিল্ডপাড়া গ্রামে এবং এরা সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনের ছেলে।