কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আল্লারদর্গা-ভেড়ামারা সড়কের হাওয়াখালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মাসুদ উপজেলার পরানখালী এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি লিভার ব্রাদার্স কোম্পানির এসআর পদে কর্মরত ছিলেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন খন্দকার জানান, মাসুদ আল্লারদর্গা থেকে কোম্পানির ভ্যানে ভেড়ামারায় যাচ্ছিলেন। হাওয়াখালী মাঠ এলাকায় একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন।