কুষ্টিয়ায় ৬২ জন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের সময় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে কুষ্টিয়া সদর থানায় ১৪, কুমারখালীতে ১০, খোকসায় দুই, মিরপুরে পাঁচ, ভেড়ামারায় চার, দৌলতপুরে ২০ ও ইবিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।