
জেলা প্রতিনিধি ঃ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গোপালপুর ও তার পার্শ্ববর্তী এলাকা জগন্নাথপুর এবং নুরপুর এলাকায় প্রশাসনের চোখ ফাকি দিয়ে চলছে রমরমা মাদকের ব্যবসা। জানা যায়, জগন্নাথপুর গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে দুলাল সাধু নিজ বাড়ি ও মাঠে ইয়াবা ও গাজা বিক্রয় করছে। নূরপুরের আদিল মোল্লার ছেলে জাকিরুল হোসেন তার বাড়ির পাশের মাঠে ইয়াবা বিক্রয় করছে এছারাও জগন্নাথপুর গ্রামের মোড়ে মৃত ফখরুদ্দিনের ছেলে চায়ের দোকানে ইয়াবা ও গাজা বিক্রয় করেন। গোপালপুর গ্রামের মৃত মোকারম হোসেনের ছেলে টুটুল প্রতিদিন সন্ধ্যায় গোপালপুর পুরাতন গৌরস্থানের পাশে ইয়াবা ও গাজা বিক্রয় করে। গোপালপুর কমলাপুর এলাকার ইয়াবা ডিলার আছাইমোড়ের সামাদ বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। গোপালপুরের মসজিদের কাছে সাইদারের স্ত্রী গাজা বিক্রয় করছে বলে জানা যায়। এলাকাবাসী জানায়, এই এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। মাদক ব্যবসায়ীরা গডফাদারদের ছত্র ছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পাইনা। প্রতিবাদ করলেই তার ওপর চলে আসে হুমকি। এলাকাবাসী এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।