আল-আমীন মেহেরপুর । করদাতাদের জন্য আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণ, করনেট সম্প্রসারণ এবং জনসাধারনের মাঝে আয়কর সর্ম্পকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর অ ল খুলনা এর তও¦াবধানে কুষ্টিয়া জেলায় ৪ দিন ব্যাপী আয়কর মেলা আগামী ৩ নভেম্বর ২০১৬ থেকে শুরু হচ্ছে । কুষ্টিয়া জেলা পরিষদ এর আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বেগম লায়লা আরজুমান বানু। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. জহির রায়হান,জেলা পরিষদ প্রশাসক মোঃ জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার প্রলয় চিসিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হাজী মোঃ রবিউল ইসলাম, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী মোহন। সভাপতিত্ব করবেন পরিদর্শী যুগ্ন কর কমিশনার মুকুল চন্দ্র রায়। উক্ত আয়কর মেলা সফল করে তোলার জন্য সহকারী কর কমিশনার মোঃ আহসানউল্লাহ রাসেল সংশ্লিষ্টদের ও জনসাধারনের প্রতি বিনীত আহবান জানিয়েছেন। মেলা চলবে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর । প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পযর্ন্ত ।