
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে সভাপতি পদে সিরাজ-উল-ইসলাম ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী আ স ম আখতারুজ্জামান মাসুম ১৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে আইনজীবী ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৩৭১ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।