কুষ্টিয়া প্রতিনিধি : জেলার মিরপুরে ট্রাকচাপায় আফরোজা খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা মেহেরপুরের কারশেদপাড়া এলাকার আজমান হোসেনের স্ত্রী।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আফরোজা তার দেবর মহিফুজুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। উক্ত স্থানে এসে পৌঁছালে আফরোজা খাতুন মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার ওপরে পড়ে যান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


