কুসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : আজ বৃহস্পতিবার ছিল কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিন।

আজ কুসিক নির্বাচনে মেয়র পদের দুই প্রধান প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কু জম জমাট প্রচার চালিয়েছেন।

ভোর থেকেই এই দুই হেভিওয়েট প্রার্থী প্রচারণায় নেমে যান।

সূত্র জানায়, ভোর থেকে নগরীর নানুয়াদিঘীস্থ নিজের বাসা থেকে গণসংযোগে বেরিয়ে যান সাক্কু। পরে সকাল ৯টায় যোগ দেন দলীয় গণসংযোগে। এ দিন তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে গণসংযোগ করেন ৯ ও ১০ নং ওয়ার্ডের বাদুরতলা, ঝাউতলা, পুলিশ লাইন, রেইসকোর্স, শাসনগাছাসহ এই দুই ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে। এ সময় ধানের শীষ প্রতীকের লিফলেট বিলি করে গণসংযোগ করেন তারা। এই প্রচারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, নির্বাচনের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও আবদুল আউয়াল খানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ কালে নজরুল ইসলাম খান বলেন, কুমিল্লার চারিদিকে রব উঠেছে ধানের শীষের জয় হবে। নির্বাচন কমিশন যদি ভাল হয়, আর জনগণ যদি ভোট দিতে কেন্দ্রে যায়, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি যদি যাওয়ার উপযোগী হয় তাহলে ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।

বিএনপি প্রার্থী সাক্কু তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আর একবার তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে নৌকা প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা আজ খুব সকাল থেকেই দলের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগে বেরিয়ে যান। এ দিন তিনি নগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।

তিনি তার গণসংযোগে তার বিগত দিনের কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, আমাকে সুযোগ দিন। অতীতের মত নির্বাচিত হয়ে আপনাদের সেবায় পাশে থাকব।

তিনি বলেন, নৌকা জাতির জনকের প্রতীক, উন্নয়নের প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আপনারা নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখুন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু চিত্ত রঞ্জন ভৌমিক, ডা. আজম খান নোমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়াও নগরীর ২৭টি ওয়ার্ডের ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন।