কুসুম শিকদার লিখিত বা মৌখিক নোটিশ পাননি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। কিছুদিন আগে ‘নেশা’ শিরোনামে নিজের লেখা একটি গানে কণ্ঠ দেন। গানটি নিয়ে নির্মিত হয় মিউজিক ভিডিও। শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় এতে মডেল হিসেবে অভিনয় করে ভীষণ সমালোচিত হন এই অভিনেত্রী।

গত ৩ আগস্ট বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নেশার মিউজিক ভিডিও। প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ১৩ আগস্ট গানটির সব বৈধ-অবৈধ ভিডিও ও টিজার ইউটিউব থেকে সরানোর জন্য আইনী নোটিশ পাঠান বাদী পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী রাগিব। তারপরও গানটি ইন্টারনেট থেকে না সরানোর কারণে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারায় কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান। মামলা নম্বর ১০০০/১৭। আদালত এ মামলার তদন্ত ভার দিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

তবে মামলা হওয়ার ষোল দিন পরও মামলার কোনো লিখিত বা মৌখিক নোটিশ পাননি মিউজিক ভিডিওটির প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গবিডি কিংবা অভিনেত্রী কুসুম শিকদার। আজ মঙ্গলবার দুপুরে এ প্রসঙ্গে সঙ্গে কথা বলেন কুসুম শিকদার। তিনি বলেন, ‘মিউজিক ভিডিওটির প্রকাশক প্রতিষ্ঠান ও আমি অনলাইন সংবাদমাধ্যম মারফত এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর জানতে পারি। আজকে ৩ অক্টোবর। ষোল দিন কেটে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত নোটিশ বা ফোন কল আসেনি। এ বিষয়ে আমরা আর কিছু জানি না। এখন আমাদেরকে যদি বলেন, আপা, মামলার কোনো প্রমাণ দেখান। তবে আমরা কিছুই দেখাতে পারব না। তা হলে আমাদের আর কী বলার আছে?’

রমনা থানা সূত্রে জানা যায়, এ মামলার তদন্তের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন নিম্ন আদালতে ৩ ডিসেম্বর দাখিল করার কথা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, মূল গানটি বিচ্ছেদ ধারার। কিন্তু দৃশ্যায়নে অহেতুক ও অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেয়া হয়েছে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য। গানের ভিডিওটিতে পাঁচটি শাওয়ারের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্যসহ অনেক শিল্পগুণবর্জিত যৌন উত্তেজক ও অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন দৃশ্য রয়েছে। যার সঙ্গে গানের থিম বা বক্তব্যের কোনো মিল বা সংযোগ নেই। নিতান্তই গানটিকে রাতারাতি জনপ্রিয় করার জন্য এসব দৃশ্য তৈরি করা হয়েছে। এমনকি ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল এবং আপত্তিকর। এ ধরনের যৌন উত্তেজক, কাটপিস স্টাইল মিউজিক ভিডিও কেবল মিউজিক ইন্ডাস্ট্রি নয় গোটা সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত বলেও অভিযোগে উল্লেখ করা হয়।