কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার রাতে নিহত শিল্পী খাতুনের বাবা আব্দুস ছাত্তার বাদী হয়ে রৌমারী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- একই গ্রামের মাজম আলী (২৮), শামছুল হক (২৭), আব্দুল আউয়াল (২৯) ও সানোয়ার হোসেন (২৬)।
কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্ল্যাহ বলেন, ‘পরিবারের অন্য সদস্যসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, সোমবার সকালে ঘরের ভেতর থেকে গোলাম হোসেনের (৩৫) ঝুলন্ত ও তার স্ত্রী শিল্পী খাতুনের (২৭) মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে পুলিশ।