কুড়িগ্রামে ইয়াবা ও গাঁজাসহ আটক- ৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৭ কেজি ৯’শ গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবাসহ কুখ্যাত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বালারহাট বাজার এলাকা থেকে মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য নিয়ে মিয়াপাড়া বাজারে আসলে পুলিশ গাড়িটি থামানোর জন্য সংকেত দেয়। গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী রেখে পালানোর চেষ্টাকালে ফুলবাড়ী উপজেলার ৩ জন কুখ্যাত মাদক কারবারি পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) দের আটক করে এবং গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম হতে ফুলবাড়ীর দক্ষিণ রাবাইটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১)কে ১০৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, অভিযানে উদ্ধারকৃত মাদক, জব্দকৃত মাদক বিক্রির অর্থ, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত আসামীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করে তরিত সাজা নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।