
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ টি বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার(২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার সোনাইকাজি গ্রামের মোঃ আল আমিন মিয়া (২১) ও কবির মামুদ গ্রামের মোঃ সজিব মিয়ার ১ টি পিস্তল বিক্রয়ের খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ব্রীজ বাজারের ২০০ গজ পশ্চিমে শেখ হাসিনা ধরলা সেতু-২ এর পূর্বে ব্রীজের ঢালের গোড়ায় বাঁশঝাড়ে অবৈধ পিস্তল ক্রয়-বিক্রয়ের সময় তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানা পুলিশ ১ টি বিদেশি পিস্তল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।