কুড়িগ্রামে শিশু অপহরণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পরিবারের সদস্যদের অচেতন করে আল আমিন (১) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে শহরের মিস্ত্রিপাড়ার ইলেকট্রনিকস ব্যবসায়ী আতাউল করিম স্বপনের বাসায় এ ঘটনা ঘটে।

স্বপনের স্ত্রী লাকী বেগম বলেন, ‘সন্ধ্যার পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বমি করতে বাথরুমে যায়। এ সময় ছেলে আল আমিন, মেয়ে মেধা (৬) এবং খালা শাশুড়ি রেখা বেগম (৪৫) একটি কক্ষে অবস্থান করছিল। বাথরুম থেকে ফিরে মেধা ও রেখা বেগমকে অচেতন অবস্থায় দেখতে পাই। আল আমিনকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।’

রেখা বেগম (৪৫) বলেন, ‘আমি, আল আমিন ও মেধা রুমের ভিতরে ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারছি না। পরে ডাকা-ডাকিতে ঘুম ভাঙলে জানতে পারি- আল আমিনকে অপহরণ করা হয়েছে।’

স্বপনের প্রতিবেশী গৃহবধূ নাজমা আক্তার বলেন, ‘বাড়ির সামন দিয়ে অজ্ঞাত এক নারীকে ওড়না দিয়ে ঢেকে একটি বাচ্চাকে নিয়ে যেতে দেখেছি।’

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, ‘আমরা পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তদন্ত চলছে। ইতোমধ্যে শিশুটির সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছি।’