কুড়িগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী রাসেল বাবুকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল বাবু পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, দক্ষিণ পাথরডুবি গ্রামের হাতেম আলীর মেয়ে পিংকি খাতুন শিল্পীর সঙ্গে একই ইউনিয়নের বাঁশজানী গ্রামের আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর বিয়ে হয়। বিয়ের তিন মাসের তাদের এ বিয়ে ভেঙে যায়।
এ অবস্থায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার এলাকার সাইফুর রহমানের ছেলে রাসেল বাবুর সঙ্গে পিংকি খাতুন শিল্পীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা দু’জনে অভিভাবকদের অগোচরে রেজিষ্ট্রি করে বিয়ে করেন। প্রায় দেড় বছর সংসার করার পর যৌতুকের দাবিতে পিংকি খাতুন শিল্পীর ওপর নির্যাতন শুরু করে রাসেল বাবু। এ অবস্থায় পিংকি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে সন্তান নষ্ট করার জন্যও চাপ দিতে থাকে। বাধ্য হয়ে প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা পিংকি বাবার বাড়িতে চলে আসে।
এই পরিস্থিতিতে প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিগত ২০১১ সালের ২৭ মে তারিখ দুপুর ১২টার দিকে শ্বশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে সেখানে অবস্থানরত স্ত্রী পিংকি খাতুন শিল্পীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় রাসেল বাবু। ওইদিন এ ঘটনাকে কেন্দ্র করে নিহত পিংকি’র মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


