
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অভিযান চালিয়ে ১০ মামলার আসামী ইবরাহীম ওরফে চোর ইবরাহীম(২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আহসান, আমিনুল হক, এএসআই মিল্টনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে জোতগোবর্ধন এলাকায় নিজ বাড়ী থেকে ওয়ারেন্ট মূলে তাকে আটক করা হয়।আটক যুবক ওই এলাকার এরশাদ আলীর পুত্র।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তার বিরুদ্ধে চুরি,মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।