কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার ও ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীকে সাজা প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ৬নং কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলটালি থেকে ২ টি পোটলায় মোট ১৪ কেজি ৬০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করে।অপরদিকে রৌমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রৌমারী বাজার সংলগ্ন জনৈক মোঃ ইমরান হোসেনের বসতবাড়ীতে মোঃ সুজন আহমেদ (৩০), মোঃ ইমরান (৩০), মোঃ শরিফুল ইসলাম (৩৩),  মোঃ জাহিদ (২৪) ও মোঃ ওমর ফারুক (৩০)কে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।