কুড়িগ্রামে ৩১৭৩৬১ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

কুড়িগ্রাম প্রতিনিধি : আগামী ১০ ডিসেম্বর কুড়িগ্রামে ৩ লাখ ১৭ হাজার ৩৬১টি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্যবস্থাপক ডা. অজয় কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. নাসরিন বেগম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

এতে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে কুড়িগ্রামে ১ হাজার ৯৪৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৯০টি শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬৭১টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।