
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন তিলাই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম(২৫) ও চর ভূরুঙ্গামারী দিঘীরপাড় গ্রামের মোঃ আব্দুর রশিদ ওরফে রশিদ মাঝি (৫০)কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।