কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণের মুখে পাকসেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম।

স্বাধীনতার পর থেকে দিনটিকে হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি র্যা লি বের হয়। র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

এ সময় শহীদদের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু, আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।