
মানিকগঞ্জ প্রতিনিধি : হঠাৎ কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার ভোর সোয়া ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ভোরের দিকে নদীতে হঠাৎ কুয়াশা পড়তে থাকে। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে পড়ে সাতটি ফেরি। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকে থেকে যাত্রী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগ পোহায়।