
কুয়েতের একটি আদালত বাংলাদেশি আইনপ্রনেতা মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের একটি অপরাধ আদালত রায়টি দেয়। আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওথমান অভিযুক্তের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। কুয়েতি গণমাধ্যম আল-কাবাস বিষয়টি নিশ্চিত করে।
একইসঙ্গে তাকে ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে পাপুল কুয়েতে আটক রয়েছেন।
লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ কাজী পাপুলকে গত ৬ জুন কুয়েত সিআইডি গ্রেপ্তার করে। পাঁচ প্রবাসী বাংলাদেশির অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানব ও মুদ্রা পাচারের অভিযোগ গঠন করা হয়। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনে অভিযোগও আনেন।
কুয়েত সিআইডির জিজ্ঞাসাবাদে কাজী পাপুল দেশটির সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার সেই জবানবন্দী কুয়েতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইতোমধ্যেই, দেশটির কর্তৃপক্ষ তার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে।