
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে এক বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ওই বাংলাদেশির পরিচয় জানা যায়নি। ২০১৩ সালের পর এই প্রথম কারো মৃতুদণ্ড কার্যকর করলো দেশটি। বুধবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন করেছে কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ। সকালেই কেন্দ্রীয় কারাগারে এসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে রাজপরিবারের সদস্যটির নাম ফয়সাল আবুদাল্লাহ আল জাবের আল সাবাহ। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই বাংলাদেশি ছাড়াও কুয়েতের দুই, মিশরের দুই, ফিলিপাইনের এক ও ইথিওপিয়ার এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হত্যার মামলা ছিল।