
বিনোদন ডেস্ক : শরীর নিয়ে কটাক্ষ করা বলিউডে নতুন ঘটনা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রায়ই এরকম ঘটনার শিকার হন তারকারা। কেউ হয়তো কথা শুনেছেন শরীরের রং নিয়ে আবার অনেকেই শরীরের গড়ন অথবা ওজন নিয়ে। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়াকেও শরীরের গড়ন নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে।
এবার এ তালিকায় যোগ হলেন অভিনেত্রী কৃতি স্যানন। আর কৃতিকে কটাক্ষ করেছেন আরেক বলিউড অভিনেত্রী।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন কৃতি স্যানন। এতে মুবারাকা সিনেমার ‘হাওয়া হাওয়া’ গানের তালে নাচতে দেখা যায় তাকে। এ ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেন কামাল রশিদ খান। অতীতে অনেক অভিনয়শিল্পীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। কৃতির এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই দেখো কৃতি বেচারি, রাবতা সিনেমা ফ্লপ হওয়ার পর মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’
এর পরিপ্রেক্ষিতে একটি টুইট করেন হেট স্টোরি সিনেমাখ্যাত অভিনেত্রী ভৈরবী গোস্বামী। তিনি কৃতির শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করে লেখেন, ‘সত্যিই তিনি মানসিক বিকারগ্রস্ত মহিলাদের মতো আচরণ করছেন। তিনি কীভাবে অভিনেত্রী হন? কোনো হেডলাইট, বাম্পার নেই। কলেজ ছাত্রীরাও তার থেকে দেখতে সুন্দর হয়।’
তবে অভিনেত্রী ভৈরবীর এই ধরনের মন্তব্য পছন্দ হয়নি কৃতি ভক্তদের। অনেকেই এর তীব্র নিন্দা জানিয়ে পাল্টা টুইট করেছেন। তবে এ নিয়ে কোনো কথা বলেননি কৃতি স্যানন।
কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাবতা। বর্তমানে বেরেইলি কি বারফি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা বেরেইলি কি বারফি। কৃতি ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও। আয়ুষ্মানকে দেখা যাবে প্রিন্টিং প্রেসের মালিকের ভূমিকায়। আর লেখকের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও।