পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের ভাগ্য উন্নয়নে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে যেখানে ভর্তুকি দিয়ে যাচ্ছেন সেখানে দুর্নীতিবাজ প্রতারকদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত চিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ এ মাসুম বিল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক জুলমত হোসেন প্রমুখ।