কৃষকের শ্রমের ফসল পানির নিচে

নালিতাবাড়ীর মরিচপুরানে স্লুইচ গেইটের কারনে প্রায় ৭শ হেক্টর জমির ফসল নিমজ্জিত

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ ভারী বষর্নের ফলে বহু কষ্টের কৃষকের শ্রমের ফসল আজ পানির নিচে নিমজ্জিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে ১টি ৪ফুট মুখওয়ালা স্লুইচ গেইটের কারনে কৃষকের প্রায় ৭শ হেক্টর জমির ফসল পানির নিমজ্জিত হয়ে আছে।
এই অবস্থায় ভোগাই নদীর সর্ব নিম্নমুখি পানির স্তরের সাথে স্লুইচ গেইটের সংযোগ হওয়ায় ১টি গ্রাম ও ১টি বিলের পানি কোন ভাবেই সরছে না। পানি বাড়লেই পানি উল্টে স্লুইচ গেইটের ভেতর দিয়েই উজানে প্রবাহিত হয়ে বাড়ীগাঁও বিল পর্যন্ত পৌছে যায়। বৃষ্টি যত হচ্ছে পানি ততই বাড়ছে। ফলে কৃষকের স্বপ্নের ফসল আজ পানিতে পচে পানির সাথে মিশে যাচ্ছে। ঐ গ্রামের শতশত কৃষকের এই দুঃখ শুধু চেয়ে দেখা ছাড়া যেন আর কোন কিছুই করার নেই। কৃষকের দাবী এই স্লুইচ গেইটটি আরো সম্প্রসারিত করে পানি যাওয়ার সরল পথ তৈরি করা। যাতে নদীর পানি উল্টো দিকে কোন ভাবেই আবাদী জমির দিকে প্রবেশ না করে। স্লুইচ গেইটের বাদ এখন কৃষকের মরন ফাঁদে পরিনত হয়েছে।
কৃষি অফিস ও এলাকাবাসীর সূত্রে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের শেষ নকলার পিছলাকুড়ি ব্রীজ থেকে শুরু এমন একটি জায়গায় ৪ ফুট সন্মুখওয়ালা ছোট এই ¯ু­ইচ গেইটটির অবস্থান। এর উত্তর দিকেই নালিতাবাড়ীর মরিচপুরান গ্রাম ও বারিগাঁও বিল। এই গ্রাম ও বিলেই প্রায় ২শ জন কৃষকের ৭শ হেক্টর বোরো ফসল আবাদী জমি। কৃষক ভাবেনি কখনও এমন ভারী বর্ষন শুরু হবে এবং ফসল পানিতে তলিয়ে যাবে। গত কয়েকদিনের ভারী বর্ষনে এই বোরো আবাদী কাঁচাপাকা ফসল, গ্রাম-বিল তলিয়ে যায়। এরপরেও শত প্রতিকুলতার মাঝেও সীমাহীন দুচিন্তা ও কষ্ট বুকে চেপে রেখে পানি সরে যাওয়ার দিন গুনার অপেক্ষায় রয়েছে এই অ লের কৃষক।
এলাকার কৃষক মতিউর, জহুর আলী, আমান উল্লাহ রফিজ, আরফান, তোফাজ্জল, হাশেম, জয়নাল, ইউপি সদস্য রফিজ উদ্দিন, মতিউর রহমান বলেন, একটি স্লুইচ গেইটের কারনে আমাদের স্বপ্নের ফসল আজ পানির নিচে। কৃষকের এক একরে খরচ পড়ে ৩০ হাজার টাকার উপড়ে। আমাদের আশা শুধু যদি কিছু ফসল বাচাঁনো যায়। পানির নিচে ফসল অথচ পানি সরচে না। সমস্যা পানি নিচের দিকে না নামা। নদীর পানি বাড়লে পানি উল্টো স্লইচগেইট দিয়ে ফসলের দিকে চলে আসে। আমরা এই মরন ফাদ থেকে মুক্তি চাই।
মরিচপুরান ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ভারী বর্ষনের ফলে এই এলাকার কৃষকের আবাদী জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি আটকের প্রধান সমস্যা হচ্ছে এই ছোট স্লুইচ গেইট। এটি দিয়ে পর্যাপ্ত পানি সরচে না। আগে এটি সমাধান করতে হবে। তাহলে কৃষক মুক্তি পাবে।
মরিচপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিক বলেন, পানি আটকের প্রধান সমস্যা হচ্ছে এই ছোট স্লুইচ গেইটটি। এটি দিয়ে পর্যাপ্ত পানি সরে না। আগে এটি সমাধান করতে হবে। এব্যাপারে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে বিষয়টি অবগত করানোর চেষ্টা করছি।