আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ: স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে কৃষিজত পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন। তবে আজ শনিবার সকাল পৌনে ১০ টায় কৃষিপণ্য বুকিং ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যায় এই বিশেষ ট্রেনটি। রহনপুর রেলষ্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, স্বল্প পরিবহন খরচের এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্য ছাড়াও মাছ, মাংস, দুধ, ডিমসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। রহনপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্যের ভাড়া পড়বে মাত্র ১ টাকা ৩০ পয়সা। কিন্তু আজ শনিবার বিরুপ আবহাওয়া থাকায় এক কেজিও কৃষিপণ্য বুকিং হয়নি।
রেলওয়ে সুত্র জানায়, ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার সকাল সোয়া ৯টায় কৃষিপন্য নিয়ে রহনপুর রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। পথিমধ্যে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি জেলার নাচোল, আমনুরা জংসনসহ ১২টি স্টেশনে থামবে।