
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রাক্তন কর্মকর্তা এ কে জাফর খানের মৃত্যুতে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবাণীতে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, তার মৃত্যুতে চট্টগ্রামের একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজসেবককে হারাল। তিনি চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকার মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ কে জাফর খান বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার নামাজের জানাজা শুক্রবার রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে।
তিনি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) নিয়াজ মোরশেদ নিরুর বাবা। চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ছিলেন।
মরহুম এ কে জাফর খান ১৯৪৮ সালে চট্টগ্রাম রাউজান উপজেলার কাগতিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।