‘কৃষি বিপণন আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা করা হয়েছে।

তিনি আরো বলেন, অনেক কৃষিপণ্যের দাম খুচরা বাজারের চেয়ে পাইকারি বাজারগুলোতে অর্ধেকেরও কম। খুচরা বাজারের ক্রেতাদের কাছ থেকে বিভিন্ন পণ্যের দাম বেশি না নিতে পারে সেজন্য কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বাজার মনিটরিং করবে। কৃষিপণ্য কেনাবেচার জন্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল রসিদ সংরক্ষণ করতে হবে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বিক্রেতাদের এসব রসিদ নিয়মিত পরীক্ষা করবে। বিক্রেতা কর্তৃক ক্রেতা ঠকানো অপরাধ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করার বিধান এ আইনে রাখা হয়েছে।

সচিব বলেন, আইনে প্রক্রিয়াজাতকরণ কৃষিপণ্যের মোড়কে পণ্যের পুষ্টিমান ও উপাদানের শতকরা হার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। দুধ, মাছ, মাংস, ফল, শাক-সবজিসহ অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যাবে না। কৃষিপণ্য বা প্রক্রিয়াজাত পণ্যের মোড়কের ওজন সমন্বয় করা যাবে না। পণ্যের ওজনের সঙ্গে মোড়কের ওজন সমন্বয় করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।