কৃষ্ণাঙ্গরা দেশের শত্রু

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের গভর্নর বলেছেন, কৃষ্ণাঙ্গরা দেশের শত্রু। তিনি এও বলতে চেয়েছেন, প্রয়োজনে তাদের হত্যা করা উচিত।

 

মাদকের বিরুদ্ধে যুদ্ধে মেইন রাজ্যের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে একটি তালিকা দেখিয়ে গভর্নর পল লি পেজ বলেছেন, ‘এই হলো শত্রু… এই লোকজন- হয় কালো না হয় হিস্পানিক।’

 

পল লি পেজ বলেছেন, ‘যখন আপনারা যুদ্ধ করছেন…এবং শত্রুরা লাল পোশাকে এবং আপনারা নীল পোশাকে আছেন, তখন আপনাকে লালে গুলি করতে হবে।’

 

ডেমোক্রেটিক পার্টির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা তার পদত্যাগ দাবি করেছেন। গত সপ্তাহের প্রথম দিকে করা তার একটি মন্তব্য ‘বর্ণবাদী’ হিসেবে সমালোচিত হচ্ছে। সে সম্পর্কে তার ব্যাখ্যা জানতে চাইলে নতুন করে কৃষ্ণাঙ্গদের আক্রমণ করে কথা বলেন তিনি।

 

এ বছরের জানুয়ারি মাসে মেইনের গভর্নর লি পেজ মাদক ব্যবসা নিয়ে পরোক্ষভাবে বিদেশিদের দায়ী করেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন, তারা বাইরে থেকে এসে হেরোইন ব্যবসা করে এবং যাওয়ার আগে কোনো শ্বেতাঙ্গ তরুণীকে অন্তঃসত্ত্বা করে যায়।

 

বুধবার এ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, মাদক চোরাচালানের সঙ্গে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৫ শতাংশই কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক লোক।

 

বৃহস্পতিবার লি পেজ দাবি করেছেন, মাদকের চোরাচালানের সঙ্গে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকরাই দায়ী।