আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন।
জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টরাল ভোটের চেয়ে ১৮ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২৮৮ ভোট পেয়েছেন তিনি। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।
ফলে বিজয় উদযাপন শুরু করেছে ট্রাম্প শিবির। অন্যদিকে কেঁদে বুক ভাসাচ্ছেন হিলারির সমর্থকরা।
সিএনএন জানিয়েছে চারদিক থেকে যখন দুঃসংবাদ আসছে, তখন একটি টুইট করেছেন হিলারি।
hillary
টুইটে হিলারি লিখেছেন, ‘এ দলকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। আজ রাতে যা-ই ঘটুক না কেন, এর সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’
ওই টুইটে একটি ছবিও রয়েছে, যাতে দেখা যায়, অল্প বয়সের এক মেয়ে সমর্থককে অত্যন্ত আবেগের সঙ্গে জড়িয়ে ধরে আছেন হিলারি।
বিশ্লেষকেরা বলছেন, হিলারির আবেগপূর্ণ এই ছবি যেন নির্বাচনের ফলেরই প্রতিচ্ছবি।
US_Election
নিউইয়র্কে হিলারির প্রচার সদর দপ্তরের পরিবেশ বদলে গেছে। তাঁর সমর্থকেরা কাঁদছেন। বিষণ্ন মনে অনেকে বাড়ি ফিরছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০ভোটের প্রয়োজন হয়।