কেউ ব্যর্থতার মাঝে হারিয়ে যান

সাফল্য জীবনে প্রত্যেকেই চায়। কেউ সহজেই পেয়ে যায়, কেউ বা অনেক অপেক্ষার পর সাফল্যের মুখ দেখেন। কেউ ধরে রাখতে পারেন, কেউ পারেন না। কেউ ব্যর্থতার মাঝে হারিয়ে যান, কেউ ব্যর্থতার মধ্যে থেকেই পরের লড়াইয়ের রসদ খুঁজে নেন। বিশেষজ্ঞরা বলেন মর্যাদা বুঝতে গেলে সাফল্য দেরিতে আসাই ভাল। জেনে নিন ৮ কারণ।