লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর করে উপস্থাপনের যত চেষ্টাই করুন না কেন তা ব্যর্থ করতে আপনার ত্বকের অতিরিক্ত তেলই যথেষ্ট। কেননা ত্বকের নানা সমস্যার মূলে রয়েছে ‘তেল’। সুতরাং জেনে নিন ত্বকের তেলাভাব থেকে মুক্তির ঘরোয়া কিছু উপায়।
* ডিমের সাদা অংশ ত্বকের তেলাভাব কমানোর ক্ষেত্রে বিশেষ উপযোগী৷ ডিম থেকে সাদা অংশ আলাদা করে অল্প ফেটিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন৷ সপ্তাহে ২ দিন নিয়ম করে এটি মুখে লাগালে উপকার পাবেন৷ এর সঙ্গে অর্ধেক লেবু মিশিয়ে ১৫ মিনিট লাগিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমবে৷
* টক দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং তৈলাক্ত ভাব কমায়৷ নিয়ম করে দিনে একবার এক টেবিল চামচ টক দই মুখে লাগান৷ মিনিট ১৫ পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷
* লেবুর রস শুধু ত্বকের তৈলাক্ততা কমায় না, বরং ত্বককে ডি-ট্যান করে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে৷ লেবুর রস সামান্য পানি মিশিয়ে তা তুলা দিয়ে মুখে লাগান৷ ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷ এছাড়া এক টেবিল চামচ লেবুর রস, আধ টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ১০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন৷ নিয়ম করে করলে এক সপ্তাহেই উপকার বুঝতে পারবেন৷
* টমেটো কোয়া করে কেটে মুখে মিনিট ১৫ ঘষে নিন৷ তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মাইল্ড ও অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান৷ উপকার পাবেন৷
* আপেল কুচি করে কেটে তার মধ্যে টক দই ও লেবুর রস ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ১০ মিনিট মতো রেখে মুখ ধুয়ে ফেলুন৷ এছাড়া শুধু আপেল কুচি মুখে মাখলেও তৈলাক্ততা কমে।
* রাতে ঘুমাতে যাওয়ার আগে শসা কেটে ভালো করে মুখে ঘষে নিন৷ সকালে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷
* প্রতিদিন রাতে দুই টেবিল চামচ দুধে অল্প ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তুলা দিয়ে তা মুখে লাগিয়ে নিন৷ এবার মুখে ম্যাসাজ করুন ভালো করে। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷