
নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন অভ্যর্থনা গেট ভেঙে পড়েছে। এ ঘটনায় ৭ শ্রমিক আহত হয়েছেন। আহতদের পুরান ঢাকার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হয়। রোববার সকালে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুর রহমান বলেন, গেটটির নির্মাণকাজ চলছিল। অন্যদিনের মতো রোববার সকালে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় এ ঘটনা ঘটে। কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে।
হাসপাতাল থেকে জানানো হয়, আহত শ্রমিকরা হলেন-মো. রাজ্জাক (২৮), মো. সেলিম (৩৫), মাইনুদ্দীন (২২), দেলোয়ার হোসেন (৪০), মো. রিপন (৩২), মোহাম্মদ হারুন (৫০) ও সোহরাব হোসেন (৪০)। তবে তারা শঙ্কামুক্ত।