কেন্দ্রীয় কারাগারের পুরনো ভবন পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরনো ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিহাসের অন্যতম স্মৃতি-বিজড়িত এই কারাভবনে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পৌঁছান শেখ হাসিনা। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কারা অভ্যন্তরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি জাতীয় চারনেতার স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ও অন্যরা।