নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর নাজীম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্থানে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ঢাকা মহানগর সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব আবু মোতালেব বলেন, ‘পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো হল বঙ্গবন্ধু মিউজিয়াম, জাতীয় চার নেতার স্মরণে জাদুঘর, আধুনিক শিশু পার্ক, আধুনিক কনভেনশন সেন্টার, সুইমিংপুল, প্রশস্ত রাস্তা, খেলার মাঠ।’
তিনি বলেন, ‘কোনো মহল ষড়যন্ত্র করে যেন এই সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাধা দিতে না পারে। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ ফয়েজুর রহমান।