নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে তারাক মূখার্জী (৫৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে কারাগারে তার মৃত্যু হয়। পরে ভোর পৌনে ৬টায় তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারারক্ষী জাকারিয়া আলম রাইজিংবিডিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাক মূখার্জী বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। ইতিমধ্যে তারা সাজার মেয়াদও শেষ হয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তাকে সেদেশে পুশব্যাক করা যাচ্ছিল না।
তিনি বলেন, সে খুলনা কেন্দ্রীয় কারাগারে ছিল। গত ১৩ অক্টোবর শারীরিক অসুস্থতা অনুভব করায় ১৪ অক্টোবর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
তিনি আরো বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।