বিনোদন ডেস্ক : কবে বিয়ে করছেন সালমান খান? বর্তমানে বলিপাড়ায় সবচেয়ে বেশি চর্চিত প্রশ্ন এটি। বয়স ৫০ বছর পার হলেও এখনো ‘ব্যাচেলর’ সাল্লু ভাই। সম্প্রতি এ অভিনেতার ‘সিঙ্গেল’ থাকার কারণ জানিয়েছেন- সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
সাংবাদিকরা বিভিন্ন সময় এ নিয়ে প্রশ্ন করলেও আশানুরূপ উত্তর কখনই মেলেনি। সালমান বিয়ে না করার কারণ সম্পর্কে সম্প্রতি তার সহ-অভিনয়শিল্পী সুস্মিতা সেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এদিকে বয়স ৪০ পেরুলেও এখনো অবিবাহিত এই অভিনেত্রী। প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘অপনারা এই প্রশ্নটি এমন দুজন ব্যক্তিকে করেন যারা দুজনই সিঙ্গেল লাইফ উপভোগ করছেন। আর তারা কাউকে খুঁজে পাচ্ছেন না এ কারণে একা নেই, নিজের ইচ্ছেতেই এমনটা করছেন।’
সালমান বর্তমানে ব্যস্ত টিউবলাইট সিনেমার শুটিং নিয়ে। ইন্দো-চীন যুদ্ধ প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে চীনা অভিনেত্রী ঝু ঝুকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান।