‘কেবল বাংলাদেশের নন, বিশ্বের কাছেও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, সারাবিশ্বের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে বিশ্বের কাছেও সফল রাষ্ট্রনায়ক তিনি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে বিবি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগসহ নানামুখী সংকট, প্রতিবন্ধকতা কাটিয়ে দেশের উন্নয়ন করে শেখ হাসিনা আজ নিজেকে ও বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এত উন্নয়ন অগ্রগতি এত অর্জনে মানুষ যখন নতুন করে স্বপ্ন দেখছে, তখন পাকিস্তানের অনুসারীরা সক্রিয় হয়ে উঠেছে। মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করতে তৎপর। তবে, এভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।