নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড.এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাজনৈতিকভাবে নয়, কেবল বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেই সাম্প্রতিককালে ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার সম্ভব।’
রোববার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত `৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে মন্তব্য করে এমাজউদ্দিন বলেন, `আমরা অতীতে দেখেছি হামলাকারীদের সঠিক কোনো বিচার হয়নি। রাজনৈতিক প্রক্রিয়ায় এর বিচার সম্ভব নয়। আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
একই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আর কোনো কিছু বন্ধ করবেন না। দরজা একটু খুলে দিন। দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে আইন প্রতিষ্ঠার জন্য বেআইনি কাজ শুরু করে, তাহলে আপনাদের জন্য মর্মান্তিক সময় অপেক্ষা করছে।’
তিনি আরো বলেন, ‘আমরা যে সমাবেশের অনুমতি চেয়েছিলাম আল্লাহ জানে, শুধু আওয়ামী লীগ আর তাদের আইনশৃঙ্খলা বাহিনী জানে না।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।